ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইন্দোনেশিয়ার বালির উপকূলে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২৫, ১১:২৬ এএম ইন্দোনেশিয়ার বালির উপকূলে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন।


স্থানীয় সময় বুধবার (২ জুলাই) রাতে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে রওনা দিয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি ডুবে যায়। এর গন্তব্য ছিল বালির গিলিমানুক বন্দর।


জাতীয় উদ্ধার সংস্থার বরাতে জানা গেছে, ফেরিটিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল, যার মধ্যে ১৪টি ছিল ট্রাক।


দুর্ঘটনার পর ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে রাতভর উদ্ধার অভিযান চালানো হলেও উচ্চমাত্রার ঢেউয়ের কারণে অভিযান ব্যাহত হয়।


পুলিশ জানায়, দুই মিটার পর্যন্ত উঁচু ঢেউ এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৯টি নৌযান—এর মধ্যে দুটি টাগবোট এবং দুটি রাবার বোট—মিশনে অংশ নিচ্ছে।


উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথ গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!