ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদায়ী সংবর্ধনা।

কালের সমাজ আবুল কালাম আজাদ গৌরীপুর প্রতি নিধি জুলাই ৩, ২০২৫, ১১:৫১ এএম গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদায়ী সংবর্ধনা।

ময়মনসিংহের গৌরীপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের পদোন্নতি বদলীজনিত কারনে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নিজস্ব কার্যালয়ে গত( ০১ জুলাই) রাত ১০ টায় এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।


এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা। সাংবাদিক আরিফ আহমেদের সঞ্চারণায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান তার কর্মময় জীবনের অনেক স্মৃতি ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। 


এ ছাড়া ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক জহিরুল হুদা লিটন,সাংবাদিক মোঃ আব্দুল কাদিরসহ অপরাপর উপস্থিত সাংবাদিকবৃন্দ।

 

 

কালের সমাজ / আ. গ./সাএ

Side banner
Link copied!