ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বাকৃবিতে ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

কালের সমাজ | সুমন গাজী, বাকৃবি প্রতিনিধি জুলাই ২, ২০২৫, ০৬:০০ পিএম বাকৃবিতে ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বার্ষিক বাজেট অনুমোদন করেছে। বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের জন্য বাকৃবি কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ৪৫৮ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার বাজেট প্রস্তাব করেছিল। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত সিলিং অনুযায়ী তা পুনর্গঠন করে ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়।

 

গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন করেন।

 

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ইউজিসির বিমক-এর আওতায় ৩৭৪ কোটি ৯৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস থেকে ১৩ কোটি ৩০ লাখ টাকা আয় হিসেবে ধরা হয়েছে।

 

ব্যয় খাতে উল্লেখযোগ্য বরাদ্দের মধ্যে রয়েছে—

  • বেতন-ভাতা ও বিশেষ সুবিধা: ১৮৩ কোটি ৬৬ লাখ টাকা

  • সাধারণ পণ্য ও সেবা: ৫৩ কোটি ৫৮ লাখ টাকা

  • মেরামত ও সংরক্ষণ: ৯ কোটি ১৯ লাখ টাকা

  • পেনশন ও অবসর সুবিধা: ১১৭ কোটি ৫০ লাখ টাকা

  • গবেষণা খাতে: ১৫ কোটি ৩৩ লাখ টাকা

  • প্রাথমিক স্বাস্থ্যসেবা: ৭৫ লাখ টাকা

  • অন্যান্য ও মূলধন অনুদানসহ অন্যান্য খাতে ব্যয়: বাকি অংশ

এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ৩৭৯ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের তুলনায় এবারের বাজেটে ৭.৭১ শতাংশ বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। বাজেট আলোচনায় তারা বাস্তব চাহিদার ভিত্তিতে ভবিষ্যতে বরাদ্দ আরও বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই অনুযায়ী সংশোধিত বাজেট প্রণয়নের সময় ইউজিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ পুনর্বিন্যাসের অনুরোধ জানানো হয়েছে।

 

কালের সমাজ//এসং/র.ন

Side banner
Link copied!