ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

নেছারাবাদে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা

কালের সমাজ | পিরোজপুর প্রতিনিধি জুলাই ২, ২০২৫, ০৪:২৪ পিএম নেছারাবাদে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা

সারাদেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ধারাবাহিকতায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ১৯ জুলাই অনুষ্ঠিত সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে।


২০২৪ সালের ১ জুলাই থেকে চার দফা দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের অংশ হিসেবে ১৯ জুলাই সরকারি স্বরূপকাঠি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলা ছাত্রদলের অন্যতম সংগঠক ও সরকারি স্বরূপকাঠি কলেজের ছাত্রনেতা মো. মাহফুজুর রহমান রাতুল। তার নেতৃত্বে মিছিলে অংশ নেন মো. সাব্বির, মো. আরিফ, মো. জিহাদ আকন, মো. রাকিবুল ইসলাম রুপক, মো. আসিফ হোসেন, মো. সোয়েব তালুকদার, মো. আলিম তালুকদার, মো. আশরাফুল, মো. অহিসহ শতাধিক ছাত্রছাত্রী।


সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন। তারা মিয়ারহাট ও ইন্দেরহাট বন্দরে বিক্ষোভে অংশ নেন। এ সময় পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা।


এ বিষয়ে ছাত্রনেতা মাহফুজুর রহমান রাতুল জানান, সারাদেশে যখন আন্দোলনের উত্তাল ঢেউ, তখন নেছারাবাদে ছাত্রদল ও কলেজ ইউনিটের নেতাকর্মীরা মিলে একটি সংগঠিত ও শান্তিপূর্ণ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি আরও জানান, আন্দোলনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সঙ্গে পরামর্শ করা হয়।


“ওয়াহিদ ভাই আমাদের পরামর্শ ও দিকনির্দেশনা দেন—এ আন্দোলন যেন দৃঢ় ও সংগঠিত হয়। তার নির্দেশনায় আমরা ১৯ জুলাই সরকারি স্বরূপকাঠি কলেজ থেকে মিছিল শুরু করে মিয়ারহাট বন্দরে অবস্থান নেই এবং ইন্দেরহাট ব্রিজ সংলগ্ন সড়কে বসে অবরোধ করি,” বলেন রাতুল।


তিনি আরও জানান, পুলিশের বাধা উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যান এবং ২০ জুলাই আবারও একই স্থানে অবস্থান কর্মসূচির ডাক দেন। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে পরবর্তী দিনগুলিতেও কর্মসূচি চলমান থাকে।


ছাত্রনেতা রাতুল আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা বৈষম্যহীন, নতুন এক বাংলাদেশ উপহার দিতে সক্ষম হয়েছি।”


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!