ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

কয়রায় জমি জবরদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালের সমাজ | কয়রা (খুলনা) প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:৩৯ পিএম কয়রায় জমি জবরদখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রায় ভোগ দখলীয় জমি জবরদখলের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বেজপাড়া গ্রামের প্রদীপ মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় লিপিকা মন্ডল অভিযোগ করে বলেন, একই গ্রামের মারুফ হোসেন, সিরাজুল ইসলাম ও মকিম ঢালী গংরা ভান্ডারপোল মৌজার এসএ ২২৬/১ খতিয়ানের অধীনে থাকা ৩৯ বিঘা জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালাচ্ছে। জমিটি তাদের পূর্ব পৈত্রিক সম্পত্তি হিসেবে তারা ঘরবাড়ি নির্মাণ ও কৃষিকাজ করে আসছেন।

তিনি জানান, জমি নিয়ে প্রতিপক্ষ আদালতে একাধিক মামলা দায়ের করলেও ইতোমধ্যে তারা পরাজিত হয়েছে। বর্তমানে মামলাটি আপিল আদালতে বিচারাধীন। তবুও মামলার রায় হওয়ার আগেই প্রতিপক্ষরা জমি দখলের নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে লিপিকা মন্ডল আরও অভিযোগ করেন, প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় নিয়মিত হুমকি-ধামকি প্রদান করছে এবং বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। চাষাবাদের মৌসুমে ইচ্ছাকৃতভাবে মিথ্যা মামলা দায়ের করে কৃষিকাজ বন্ধ করে দেওয়ায় তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বর্তমানে জমি জোরপূর্বক দখল করারও পাঁয়তারা চলছে।

তিনি বলেন, প্রতিপক্ষ সিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া মারুফ হোসেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে চাকরি করায় তার প্রভাব খাটিয়ে প্রতিপক্ষরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে লিপিকা মন্ডল প্রশাসনের কাছে তাদের জমিতে নিরাপদে কৃষিকাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে অভিযুক্ত মারুফ হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন, তাকে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!