গণঅধিকার পরিষদ (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচি তত্ত্বাবধান করেন জিওপির কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান হাওলাদার।
সমাবেশে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি ও নেতাকর্মীদের ওপর হামলা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার জন্যই এ হামলা চালানো হয়েছে।”
তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না। প্রয়োজনে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এরশাদ খাঁন, সদস্য সচিব কাউসার আহমেদ খাঁন, আশিকুল ইসলাম রনি, যুগ্ম সদস্য সচিব মো. ফয়সাল, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সমন্বয়ক জনি বিশ্বাস, ছাত্রী বিষয়ক সম্পাদক আশা মনি, সহ-সাংগঠনিক সম্পাদক আজিম মাতুব্বর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহমেদ, যুব অধিকার পরিষদের নেতা রনি ইসলাম বাবু বেপারী, সাব্বির রহমান শান্তসহ স্থানীয় নেতাকর্মীরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :