গোপালগঞ্জের মুকসুদপুরে শনিবার (৩০ আগস্ট) পশারগাতী ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও নবগঠিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সভায় তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন পেছানো বা ষড়যন্ত্রে কোনো লাভ হবে না।” তিনি আরও উল্লেখ করেন, বিগত নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি, কিছু দল গোপালগঞ্জকে নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করতে চেয়েছিল, তবে অবশেষে ফ্যাসিস্টরা পালিয়েছে।
পশারগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছের কাজির সঞ্চালনায় ও সভাপতি মোঃ শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আবু সালে, সাবেক উপজেলা সভাপতি মিজানুর রহমান লিপু, ইউনিয়ন নেতা সালমিন মিয়া প্রমুখ।
সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান, হারুনার রশীদ, সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া। এছাড়া ছাত্রদল, যুবদল, যুব মহিলা, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু সভার সমাপনীতে পশারগাতী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপি কমিটি ঘোষণা করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :