ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানের পদত্যাগ

কালের সমাজ | জ্যেষ্ঠ প্রতিবেদক আগস্ট ৩১, ২০২৫, ০৩:১৭ পিএম হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানের পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (৩১ আগস্ট) তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধান বিচারপতি তা রাষ্ট্রপতির কাছে পাঠান।

এর আগে অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাকে তলব করে। বিচারপতি মো. আখতারুজ্জামান সশরীরে হাজির হয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন। চলতি বছরের ২৩ মার্চ রাষ্ট্রপতি তার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছেন।

গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ জন হাইকোর্টের বিচারপতিকে ছুটিতে পাঠানো হয় এবং তাদের বেঞ্চে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটিতে থাকা ১২ বিচারপতির মধ্যে আছেন বিচারপতি মো. আখতারুজ্জামানসহ, নাইমা হায়দার, শেখ হাসান আরিফ, আশীষ রঞ্জন দাস, মোহাম্মদ খুরশীদ আলম সরকার, এস এম মনিরুজ্জামান, আতাউর রহমান খান, শাহেদ নূর উদ্দিন, মো. আমিনুল ইসলাম, এস এম মাসুদ হোসেন দোলন, খিজির হায়াত ও খোন্দকার দিলীরুজ্জামান।

অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত শুরু করে। পদত্যাগের আগে মো. আখতারুজ্জামান তার ব্যাখ্যা দেন, যা শেষ পর্যন্ত তার পদত্যাগের সঙ্গে সমাপ্তি ঘটে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!