ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর

কালের সমাজ | নিজস্বা প্রতিবেদক আগস্ট ২৮, ২০২৫, ১১:৪৬ এএম রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে নতুন করে শুনানি করবে আপিল বিভাগ। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আপিল বিভাগ এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে ২১ আগস্ট আদালত রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন। তখন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

গত ২৭ এপ্রিল থেকে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে রিভিউ শুনানি শুরু হয়। এর আগেই চলতি বছরের ৯ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন দ্রুত শুনানির আবেদন করে। প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগে ব্যারিস্টার নিহাদ কবীর আবেদনটি উপস্থাপন করেন। পরবর্তীতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও আবেদন পক্ষভুক্ত হন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১১ জানুয়ারির রায়ে আপিল বিভাগ জেলা জজদের পদমর্যাদা সচিবদের সমান করে দেন এবং প্রধান বিচারপতিকে জাতীয় সংসদের স্পিকারের সমকক্ষ পদে স্থাপন করা হয়। সাংবিধানিক পদধারীদের তালিকার শীর্ষে রাখা হয়।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান ২০১৭ সালে পৃথকভাবে রিভিউ আবেদন করেন। পরবর্তীতে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা রিভিউর পক্ষে যুক্ত হন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!