রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা এবং দুর্গাপূজার ষষ্ঠীর দিনে ভোটের তারিখ নির্ধারণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
আজ ২৮ আগস্ট (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরস্থ ছাত্রদলের টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, “বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পর আজও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র হুমকির মুখে। হাজারো শিক্ষার্থীর ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে নকীব প্রশাসন ভোট কারচুপির ষড়যন্ত্র করছে।”
তিনি প্রথম বর্ষের শিক্ষার্থী ও মাস্টার্সের শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন, “শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তারা রাকসু ফি দিয়েই ভর্তি হয়। অথচ এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য।”
এসময় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :