ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

রাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

কালের সমাজ | হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৫, ০৮:২১ পিএম রাকসুর মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে  সামনে এ বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রদক্ষিন করে।

এ সময় তারা ‘রাকসু আমার অধিকার, না দিলে তুই স্বৈরাচার’, ‘অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘রাকসু নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘১ দফা ১ দাবি ১৫ তারিখ রাকসু দিবি’ এসব স্লোগান দেন৷

বিক্ষোভ সমাবেশে ছাত্রশীবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আজকে শেষ সময়ে এসে কোনো একটা দলকে বা কোনো একটা গোষ্ঠীকে সুযোগ সুবিধা দেওয়া জন্য  তারা  অযৌক্তিকভাবে  পাঁচ  ছয় দিন বাড়ালো।এটা একেবারে অযৌক্তিক হয়েছে। আমরা ভেতরে মিটিং করেছি,  নির্বাচন সঠিক সময়ে  বাস্তবায়ন করতে হবে। এইভাবে যদি পেছাতে  থাকে তাহলে শেষ পর্যন্ত সঠিক সময়ে নির্বাচন হবে না। এটা নিশ্চয় কোনো একদল গোষ্ঠীকে তাদের সার্থকে সুবিধা দেওয়া জন্য করা হয়েছে। এটা সবাই বুঝতে পারতেছে। এজন্য  আমরা ছাত্রশীবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন মিলে সঠিক সময়ে নির্বাচন বাস্তবায়নে চেষ্টা করবো।

বিক্ষোভ সমাবেশে সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহপরান লিখন বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার যেভাবে একটি সংগঠনকে সুবিধা দিতে নির্বাচন পিছিয়েছে, বর্তমানেও তারই পুনরাবৃত্তি ঘটছে। প্রশাসনের কাছে আমরা এটা আশা করি না, কিন্তু তারা একটি দলকে সুবিধা দেওয়ার জন্য রাকসু নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও নিন্দনীয়।

সাবেক সমন্বয়ক তাসিন খান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে জন্য নির্বাচন কমিশন  সময় বাড়াতে পারে। কিন্তু নির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে  নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

উল্লেখ্য, আজকে বিকালে প্রধান নির্বাচন কমিশনার রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা পাঁচদিন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!