এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক পুরস্কার অর্জন করে চলেছেন। মেরিল-প্রথম আলো, সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড, মিরর অ্যাওয়ার্ড, বাইফা অ্যাওয়ার্ডসহ মূলধারার প্রায় সব পুরস্কারই তার ঝুলিতে।
সাম্প্রতিককালে পাওয়া “গ্রিণলিফ অ্যাওয়ার্ড” তার জন্য অন্যরকম আবেগের। কারণ, এই পুরস্কার মঞ্চে তিনি যেমন পেয়েছেন, তেমনি একই অনুষ্ঠানে তার মা সলমা বেগমও ভূষিত হয়েছেন সম্মাননায়।
গত শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ আয়োজিত অনুষ্ঠানমঞ্চে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান ও অভিনেতা আবুল হায়াত। তানজিন তিশার হাতে পুরস্কার তুলে দেন দেশসেরা যাদুশিল্পী জুয়েল এইচ।
অ্যাওয়ার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত তানজিন তিশা বলেন, “আজকের অ্যাওয়ার্ড ফাংশনটা আমার জন্য খুবই বিশেষ। আমার গল্পের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা। আজ তিনি সম্মানিত হয়েছেন, আমি পেয়েছি—এটা আমাদের দু’জনের জন্যই আনন্দের।”
ছোট পর্দার অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করা তিশা আজ কেবল ছোট পর্দার শিল্পী হিসেবে নয়, বরং একজন গুণী অভিনেত্রী হিসেবে পরিচিত। তিনি অভিনয় করেছেন ‘পাড়া গাঁয়ের কন্যা’, ‘বাঙালি বধূ’, ‘অভিজাত পরিবারের মেয়ে’, ‘চিকিৎসক’, ‘কর্পোরেট কর্ণধার’, ‘গৃহকর্মী’, ‘দুষ্টু কিশোরী’সহ বিভিন্ন চরিত্রে। এছাড়া ওয়েব ফিল্মেও তার অভিনয় দর্শকপ্রিয় হয়েছে।
তিশার অভিনয়শৈলী দর্শকরা মুগ্ধ করেছে, এখন তাকে সিনেমার নায়িকা হিসেবে দেখতে আগ্রহী।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :