ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

কালের সমাজ নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৫, ১২:৪২ পিএম ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান।

 

জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম। আর এজিএস পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

 

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেলের নাম ঘোষণা করেন।

 

কালের সমাজ/  এ.স./ সাএ

 

Side banner
Link copied!