ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

কয়রায় কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

কালের সমাজ | কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ১৯, ২০২৫, ০৭:৪১ পিএম কয়রায় কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

কয়রায় কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়েছে সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় কয়রায় তিন আট ওনয় নাম্বার ওয়ার্ডে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) বাস্তবায়িত এবং সুইডিশ দূতাবাস-ঢাকা অর্থায়িত বিফরআরএল প্রকল্প এর আওতায় কয়রা উপজেলার কয়রা ইউনিয়নের গোবরা, ৪নং কয়রা, ৫নং কয়রা, ৬নং কয়রা, ২নং কয়রা গ্রামে মোট ১০০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৫ কেজি করে মাছের পোনা প্রদান করা হয়। এর মধ্যে ছিল— রুই মাছ ২ কেজি, স্বর পুঁটি ১ কেজি, কাতলা ১ কেজি ও মৃগেল ১ কেজি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার। তিনি বলেন, মাছ চাষের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

এসময় সি এন আর এস এর সাইট অফিসার মোঃ নুরুজ্জামান জানান, মাছের পোনা বিতরণের পাশাপাশি উক্ত পরিবারগুলোকে উপজেলা মৎস্য কর্মকর্তাদের মাধ্যমে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে উপকূলীয় দরিদ্র পরিবারগুলোর জীবন জীবিকার উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!