ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জ সদরে অজ্ঞাত মোটরসাইকেল উদ্ধার

কালের সমাজ | নুর আলম শেখ, কাজীপুর প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৫, ০৪:১৩ পিএম সিরাজগঞ্জ সদরে অজ্ঞাত মোটরসাইকেল উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নে অজ্ঞাত একটি মোটরসাইকেল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ আগস্ট) রাতে কে বা কারা মোটরসাইকেলটি পলিটেকনিক ইনস্টিটিউট ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পেছনে ফেলে যায়। পরদিন সকালে স্থানীয়রা মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে বিষয়টি প্রশাসনের নজরে আনার আহ্বান জানান।

এলাকাবাসীর ধারণা, এটি হয়তো চোরাই মোটরসাইকেল অথবা ছিনতাইকারীরা কোনো কারণে ফেলে গেছে। তারা প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি তদন্ত করে মোটরসাইকেলটি জিম্মায় নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!