ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

বিবি রাসেলের সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৮, ২০২৫, ০৬:১৪ পিএম বিবি রাসেলের সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ

দেশবরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব বিবি রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন। 

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় তাঁর নিজ কার্যালয়ে সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ অন্যান্য সদস্যরা এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা বিবি রাসেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দেশের শিল্প-সংস্কৃতিতে তাঁর দীর্ঘ অবদানের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে আসন্ন দিয়ামনি ই-কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড ২০২৫ আয়োজন নিয়ে তাঁর পরামর্শ গ্রহণ করা হয়।

সংগঠনের নেতারা জানান, এই সৌজন্য সাক্ষাৎ কেবল সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে শিল্প-সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!