ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

পায়রা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

কালের সমাজ | রাশিমুল হক রিমন, আমতলী (বরগুনা) আগস্ট ২৫, ২০২৫, ০৪:২০ পিএম পায়রা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

বরগুনার আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডের ব্লকপাড় এলাকায় পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে সজল গোসলের জন্য নদীতে নামেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি সাঁতার জানত না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!