যশোরের অভয়নগরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করা।
উপজেলা নির্বাহীর সভাপতিত্বে কর্মশালায় বক্তারা তামাক নিয়ন্ত্রণ নীতি, সৃষ্ট সমস্যার সমাধান ও স্থানীয় উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :