ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ওয়ালটন প্লাজা ৮ শতাধিক কিস্তি সুরক্ষা কার্ডধারী পরিবারকে দিয়েছে ২ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ০৭:১৩ পিএম ওয়ালটন প্লাজা ৮ শতাধিক কিস্তি সুরক্ষা কার্ডধারী পরিবারকে দিয়েছে ২ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা

দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য বিক্রয় প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা দেশব্যাপী আট শতাধিক কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী পরিবারকে দুই কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করেছে। সহায়তার পাশাপাশি মৃত গ্রাহকের পরিবারের বকেয়া কিস্তির টাকাও মওকুফ করা হয়েছে।

ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’ অনুযায়ী, ক্রেতা মৃত্যুবরণ করলে ৫০ হাজার থেকে ৩ লাখ এবং পরিবারের কোনো সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে মৃত্যুকালীন সময়ে বকেয়া কিস্তির টাকাও মওকুফ করা হয়।

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, “শুধু মুনাফা অর্জনই আমাদের লক্ষ্য নয়। গ্রাহকের আস্থা ও সম্পর্ক বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তাই কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি চালু করা হয়েছে।” তিনি আরও বলেন, শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, মৃত গ্রাহকের পরিবারের যোগ্য সদস্যদের জন্য কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে।

ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানান, ইতোমধ্যে দেশব্যাপী আট শতাধিক পরিবারের কাছে দুই কোটি টাকার বেশি সহায়তা পৌঁছেছে। এছাড়া আরও কিছু পরিবার আর্থিক সহায়তার অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, এই উদ্যোগের আওতায় সুরক্ষা কার্ডধারীরা দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবন বীমা, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ ছাড় এবং সেবা সুবিধা ভোগ করতে পারছেন। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে এই সুবিধার আওতাকে আরও বিস্তৃত করা হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!