উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার নারী উদ্যোক্তাদের জলবায়ু অর্থায়ন সুবিধা দিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ইউএন উইমেন ও বেস-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
‘এমপাওয়ার: উইমেন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট সোসাইটিস’ শীর্ষক এই কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের ব্যবসায় নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়তা করা হবে। বেস-এর সমন্বয়ে পরিচালিত প্রকল্পটির মূল লক্ষ্য হলো জলবায়ু অর্থায়নের মাধ্যমে নারী উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়িত করা।
চুক্তির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর অন্ট্রপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি)-এর সহায়তায় ৩০ লাখ মার্কিন ডলারের একটি লোন পোর্টফোলিও চালু করবে। এ তহবিলের ফাইন্যান্সিয়াল সল্যুশনগুলো এমনভাবে তৈরি হবে, যা টেকসই ব্যবসা পরিচালনা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।
উদ্যোগের আওতায় প্রশিক্ষণ, পণ্য উন্নয়ন ও গবেষণার ব্যবস্থা থাকবে, যা কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলোর টেকসই অর্থায়ন কাঠামোকে আরও শক্তিশালী করবে।
ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন,
“দেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে নারী উদ্যোক্তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু প্রচলিত আর্থিক ব্যবস্থার আওতায় তাঁরা এখনও পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। এই উদ্যোগ তাঁদের জন্য উপযোগী ফাইন্যান্সিয়াল সল্যুশন তৈরি করবে, যা ব্যবসায়িক চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎকে করবে আরও টেকসই।”
এই কর্মসূচি ব্র্যাক ব্যাংকের দায়িত্বশীল ব্যাংকিং, জলবায়ু উদ্যোগ ও নারী অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :