গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় কুলিয়ারচর প্রেসক্লাব প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে হামলা, হুমকি ও হত্যার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। এ আইন কার্যকর হলে সাংবাদিকরা ভয়-ভীতি ছাড়াই সত্য সংবাদ প্রকাশ করতে পারবেন এবং সংবাদপত্রের স্বাধীনতা আরও সুসংহত হবে। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা গণতন্ত্র ও সুশাসন রক্ষার জন্য অপরিহার্য।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি, সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মোঃ রফিক উদ্দিন, কুলিয়ারচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুছা, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ নাঈমুজ্জামান নাঈম, বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর হোসেন, দৈনিক মাতৃভূমির ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন, দৈনিক ভোরের আওয়াজ প্রতিনিধি কাইয়ুম হাসান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম, দৈনিক খোলা কাগজ শরিফুন্নেছা শুভ্রা, দৈনিক মানব কণ্ঠ প্রতিনিধি ফারজানা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, বীর মুক্তিযোদ্ধা অরুণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল্লাহ, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক আলি সোহেল, স্থানীয় দৈনিক সকালের বাংলাদেশ প্রতিনিধি শাহিন সুলতানা, দৈনিক কালের সমাজ প্রতিনিধি মোঃ সবুজ মিয়া, দৈনিক প্রলয় প্রতিনিধি রাম প্রসাদ দাস, দৈনিক কিশোরগঞ্জ প্রতিনিধি আজিজুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক কামরুল হাসান সোহেল, টিপু মাহমুদ, নূর আহমেদ ছোটন, দন্ত ডাক্তার উদ্ধব দাসসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :