ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্র জনতা হত্যা মামলার ৮ আসামি অস্ত্রসহ গ্রেফতার

কালের সমাজ | হেলাল শেখ, ঢাকা (আশুলিয়া) প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ০৬:৫০ পিএম আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্র জনতা হত্যা মামলার ৮ আসামি অস্ত্রসহ গ্রেফতার

ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ৮ জনকে অস্ত্রসহ গ্রেফতার। এসময় উদ্ধার করা হয়েছে ২০টির বেশি দেশীয় অস্ত্র, একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচটি মোবাইল ও ১০টি সিমকার্ড, সেই সাথে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সোমবার (০৪ আগস্ট ২০২৫ইং) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ভাদাইল ও গোরাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

আটককৃতরা হলো, ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু।এর মধ্যে কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন ও ইয়ামিন হোসেন। এ সময় নুরুল হক নামের আরও একজনকে গ্রেফতার করেন যৌথ বাহিনী।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ভাদাইলসহ একাধিক স্থানে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি এবং কিশোর গ্যাং সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২০টি দেশীয় অস্ত্রসহ দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল, ১০টি সিমকার্ড ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে জানান, সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!