আগামী ৫ আগস্ট "২৪’র গণঅভ্যুত্থানে বিজয় উদযাপন ও শোক র্যালি" সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) উপজেলার ছয়সূতী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মোর্শেদ নিজামী বাবুল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন।
সভায় আরও উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতারা বলেন, বর্তমান সরকার বিরোধী আন্দোলনের ফলেই ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের মৌলিক অধিকার আদায়ে সোচ্চার হয়েছিল। সেই বিজয়ের স্মরণে সকল স্তরের নেতাকর্মীদের সম্মিলিতভাবে অংশগ্রহণ করে র্যালিকে সফল করার আহ্বান জানানো হয়।
এ সময় নেতারা কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে গণসংযোগ, প্রচার ও প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
কার সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :