জাতীয়তাবাদী ছাত্রদলের মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র সমাবেশ। এতে সারাদেশ থেকে লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় সমাবেশস্থল শাহবাগ মেট্রো স্টেশনের নিচে মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এ সময় দেখা যায়, মঞ্চ প্রস্তুতিসহ অন্যান্য আয়োজনের কাজ দ্রুত এগিয়ে চলছে।
সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মেডিকেল টিম, তদারকি টিম এবং প্রচার উপকমিটি। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উপস্থিতির ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রচার উপকমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিক বলেন, “আমরা কয়েকদিন ধরেই প্রস্তুতির কাজ করছি। এখন সব কিছু প্রায় শেষ পর্যায়ে। আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে সমাবেশ সফল করতে কাজ করছেন। তৃণমূল থেকে নেতাকর্মীরা এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা আশা করছি, এবারের সমাবেশ উপস্থিতির দিক থেকে ছাত্রদলের ইতিহাসে নতুন রেকর্ড গড়বে।”
সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। সমাবেশকে ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাও পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানা গেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :