ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বোয়িং কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্ব নেই, জানালেন বাণিজ্য উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৫, ০৯:৪১ পিএম বোয়িং কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্ব নেই, জানালেন বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ২৫টি বোয়িং কেনার প্রসঙ্গটি গুরুত্ব পায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “আমার মনে হয়নি যুক্তরাষ্ট্র এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। তারা একবারও আলোচনায় এটি তোলেনি।”

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার সঙ্গে আলাপচারিতায় এ মন্তব্য করেন তিনি। শুক্রবার (১ আগস্ট) গোলাম মোর্তোজা তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে এই সাক্ষাৎকার ভিডিও প্রকাশ করেন।

বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শেখ বশিরউদ্দীন বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশবিরোধী কোনো চুক্তি করছে না বাংলাদেশ। চুক্তি সম্পাদনের পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর তথ্য প্রকাশ করা হবে।”

তিনি জানান, বর্তমানে আলোচিত ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বিষয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। এই চুক্তির কোনো বিষয় দেশের স্বার্থবিরোধী নয়। তবে কিছু বিষয় ইনডিরেক্টলি ক্ষতিকর হতে পারত, কিন্তু আলোচনার মাধ্যমে তা থেকে সরে আসা সম্ভব হয়েছে বলে জানান উপদেষ্টা।

শুল্ক নিয়ে আলোচনায় তিনি বলেন, “৩৫ শতাংশ থেকে পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে।”

বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা জানান, “আমাদের বার্ষিক খাদ্যপণ্য আমদানি ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার। সেখানে যদি দুই বিলিয়ন ডলারের কৃষিপণ্য যুক্তরাষ্ট্র থেকে প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করা যায়, তাহলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং ভোক্তা পর্যায়ে দাম কমবে।”

আকাশপথে যাত্রী পরিবহনের চাপে ২৫টি উড়োজাহাজ খুবই সামান্য উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, “সক্ষমতা না বাড়ালে নতুন উড়োজাহাজ কোনো কাজে আসবে না। তাই এ খাতে আইন ও বিধি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “বোয়িং কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ দেখিনি। তারা এই প্রসঙ্গ আলোচনায় তোলেনি। তবে বাংলাদেশ বিমানকে কার্যকর ও সক্ষম করতে সরকার কাঠামোগত সংস্কারের দিকে যাচ্ছে।”

এ সময় তিনি দেশের অভ্যন্তরে বিমানের টিকিট নিয়ে চলমান নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!