ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের ওপর শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ইঙ্গিত

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক জুলাই ৩০, ২০২৫, ০২:২১ পিএম বাংলাদেশের ওপর শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ইঙ্গিত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য আলোচনার তৃতীয় ধাপের প্রথম দিনে বাংলাদেশের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ইউএসটিআরের (ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) প্রধান কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হবে। তবে কত শতাংশ কমানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আলোচনা চলমান রয়েছে এবং ৩১ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে, ৩ এপ্রিল তিনি বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন। ওই সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও তা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল। তার আগে দেশটিতে গড় শুল্কহার ছিল ১৫ শতাংশ।

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি দলের সদস্যরাও আশাবাদী, আলোচনার শেষ দিনে দেশের জন্য ইতিবাচক ফল আসবে।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!