সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রায় বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযানে ৭০০ কেজি কাঁকড়া সহ একটি ইন্জিন চালিত ট্রলার জব্দ করেছে। শনিবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের চরামুখা এলাকার কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে এ সকল কাঁকড়া ও ট্রলার জব্দ করা হয়।
তবে যৌথ অভিযানের খবর জানতে পেরে আনুমানিক ৭০০ কেজি কাঁকড়া এবং একটি ইন্জিন চালিত ট্রলার ফেলে চোরাকারবারিরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। কোবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, জুন-আগষ্ট এই ৩ মাস সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকে।
এ সময় চোরাকারবারিরা অবৈধ ভাবে সুন্দরবনে প্রবেশ করে এসব কাঁকড়া আহরণ করে oh লোকালয়ে নিয়ে আসার পথে তা আটক করা হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, আটককৃত কাঁকড়া ২৭ জুলাই সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ-কাঁকড়া আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :