ফরিদপুর সদর উপজেলা পরিষদে ২০২২ ও ২০২৩ সালের কৃতি এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে পারফরম্যান্স বেজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (HPDPI) স্কিমের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর খন্দকার মিজানুর রহমান, উপ-পরিচালক মো. শওকত মোল্লা, ফরিদপুর মুসলিম মিশনের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান তন্বী। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডা. শামসুর রহমান।
আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তক নয়—সাধারণ জ্ঞান ও মূল্যবোধ গঠনের দিকেও নজর দিতে হবে। একজন ভালো শিক্ষার্থীকে দায়িত্বশীল ও নৈতিকভাবে গড়ে তুলতে হবে। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করা জরুরি।
অনুষ্ঠানের শুরুতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাল্টিপারপাস স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে মোট ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট এবং জন প্রতি ২৫,০০০ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়। এসময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :