এসএমই উদ্যোক্তাদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য আর্থিক সেবা নিশ্চিত করতে সৈয়দপুরে ‘এসএমই ক্লাস্টার ফাইন্যান্সিং’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
নীলফামারীর সৈয়দপুর ক্ষুদ্র গার্মেন্টস ক্লাস্টারে সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ১০০ জনেরও বেশি উদ্যোক্তা। তারা সরাসরি বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যাংকিং সেবায় প্রবেশে বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. নওশাদ মুস্তাফা। সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মো. নওশাদ মুস্তাফা বলেন, “সিএমএসএমই খাতে প্রবেশাধিকার সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক ক্লাস্টারভিত্তিক উন্নয়ন মডেল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাইম ব্যাংকের এই উদ্যোগ আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নিতে একটি কার্যকর পদক্ষেপ।”
প্রাইম ব্যাংকের ডেপুটি এমডি এম. নাজিম এ. চৌধুরী বলেন, “সিএমএসএমই খাতের বিকাশে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন, বিশেষায়িত ব্যাংকিং পণ্য ও ডিজিটাল টুলস ব্যবহারের মাধ্যমে সারাদেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ও কার্যকর আর্থিক সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের বিভিন্ন অর্থায়ন প্রকল্প, প্রয়োজনীয় ডকুমেন্টেশন সহায়তা এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমও তুলে ধরা হয়।
এই কর্মসূচি শুধু আর্থিক অন্তর্ভুক্তিই নয়, বরং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও দেশের পিছিয়ে পড়া অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :