পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের স্বার্থহানি ঘটানোর অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানাও করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিএসইসির ৯৬৫তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
সভায় সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুজনকেই আজীবনের জন্য পুঁজিবাজারে সকল ধরনের কার্যক্রম থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
এছাড়া, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিষ্ঠান হিসেবেও আইএফআইসি ব্যাংক পিএলসিকে সতর্ক করেছে বিএসইসি।
তৎকালীন মনোনীত পরিচালক এ আর এম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল (এনডিসি), কাওমরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকেও সতর্ক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিএসইসি এক বিবৃতিতে জানায়, দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :