ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি জুলাই ৩১, ২০২৫, ০৪:১৭ পিএম মুকসুদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ২০২২ ও ২০০৩ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনার্থী শিক্ষার্থীদের মাধ্য থেকে পরীক্ষায় উত্তির্ন কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, মুকসুদপুর, গোপালগঞ্জ এর আয়োজনে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইপিডি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২২/২০২৩ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় উপজলের ৩৪ জন শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

আবুবক্কার সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শাহাদাৎ আলী মোল্লা, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ বাতেন উপজেলা আইসিটি অফিসার, মোঃ আঃ কাইয়ূম শরীফ উপজেলা একাডেমিক অফিসার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লা, এছাড়াও বক্তব্য রাখেন সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস  নরেণ বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, নোওয়াহাটা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, ছাত্রছাত্রীদের মাধ্যে বক্তব্য রাখেন অর্ঘ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি অফিসার তাসনিম আক্তার বলেন তোমরা যারা আজ এই কৃতিত্ব অর্জন করেছ তারা আমাদের আগামীদিনের ভবিষ্যৎ, এখান থেকে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবে তোমাদের আগামীর লক্ষ্য এখনই ঠিক করে নিতে হবে এবং কৃতি ছাত্রছাত্রীদের অভিভাবকদের বিশেষ ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে তাসনিম আক্তার কৃতি ছাত্রছাত্রী প্রত্যেকের হাতে মান সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট  পুরস্কার তুলেদেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!