ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

রাজস্থলী উপজেলাতে ২২ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ

কালের সমাজ | মোঃ সুমন খান, রাজস্থলী রাঙ্গামাটি জুলাই ৩১, ২০২৫, ০৪:৪৮ পিএম রাজস্থলী উপজেলাতে ২২ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ

রাঙামাটি রাজস্থলী উপজেলা পর্যায়ে ২০২২-২৩ উচ্চ মাধ্যমিক শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১জুলাই) রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুপুর ১২টায় রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং রাঙামাটি জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগাম এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ। প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

এসময় আরো বক্তব্য রাখেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এমদাদ উল্যাহ, রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, সহকারি শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া, শিক্ষার্থী রিয়াজ উদ্দিন, ও অভিভাবক, সামাউ মারমা।

ইতিপূর্বে ২২জন কৃর্তি শিক্ষার্থীদের মাঝে এর আগে ব্যাংকের মাধ্যমে  মাধ্যমিক পর্যায়ে দশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ২৫হাজার টাকা দেয়া হয়। পুরস্কার বিতরণ কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!