বাংলাদেশে প্রথমবারের মতো ফুটসালের কাঠামোগত যাত্রা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই ধারাবাহিকতায় এশিয়ার সেরা ফুটসাল দেশ ইরান থেকে আনা হয়েছে কোচ সাঈদ খোদারাহমিকে।
বুধবার (২৩ জুলাই) বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই কোচকে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, ‘বাংলাদেশে ফুটসালের পরিপূর্ণ কাঠামো না থাকলেও আমরা তা গড়ে তোলার চেষ্টা করছি। পুরুষ ও নারী দল গঠনের পাশাপাশি একটি লিগও আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
সাঈদ খোদারাহমি নিজ শহরে হাজারের বেশি ফুটসাল স্টেডিয়াম রয়েছে উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ ফুটসালের ক্ষেত্রে এখনো শিশু। আমি চেষ্টা করব এটিকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে নিতে।’ তিনি আরও জানান, “ফুটসাল এমন একটি খেলা যা কম সময় ও ছোট পরিসরে হয়, কিন্তু এর কৌশলগত দিক অত্যন্ত গভীর।”
সাঈদ এক যুগের বেশি সময় ধরে এএফসি’র ফুটসাল কোচ হিসেবে কাজ করেছেন। মিয়ানমারের নারী ও পুরুষ দলকে পাঁচ বছর কোচিং করিয়ে তাদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন। বাংলাদেশে আসার কারণ হিসেবে বলেন, “আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মিয়ানমারে যেমন উন্নতি করেছি, তেমনই বাংলাদেশেও ভালো কিছু করতে চাই।”
ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানান, “মিয়ানমারের র্যাংকিং ছিল ১০৩, সাঈদের অধীনে সেটা ৮০-তে উঠে আসে। ফুটসালে ২৩ র্যাংকিং ওঠাও অনেক বড় সাফল্য। আমরা তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”
বর্তমানে ফুটসালের নিজস্ব অবকাঠামো না থাকায় বাফুফে হ্যান্ডবল স্টেডিয়াম ও মিরপুর ইনডোর স্টেডিয়ামকে ব্যবহার করবে বলে জানানো হয়।
সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। সে লক্ষ্যেই আপাতত তিন মাসের জন্য সাঈদকে আনা হয়েছে। বাছাইপর্বে বাংলাদেশ পড়েছে ‘ডেথ গ্রুপে’, যেখানে রয়েছে শক্তিশালী ইরান দলও।
এই টুর্নামেন্ট সামনে রেখে ৫৩ জন ফুটবলারকে ট্রায়ালের মাধ্যমে পর্যবেক্ষণ করবেন কোচ। আগস্টের ১৯ তারিখের মধ্যে ২৪ জন ফুটবলারের নাম এএফসিতে নিবন্ধনের পরিকল্পনা রয়েছে। এরপর সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত স্কোয়াড গঠন করা হবে।
বাংলাদেশ ফুটবলে নতুন করে আশার আলো ছড়াতে যাচ্ছে ফুটসাল। নতুন কোচ এবং পরিকল্পনার মাধ্যমে এই শাখায়ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান গড়ার স্বপ্ন দেখছে বাফুফে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :