ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচটি।
টস ভাগ্যে জয় পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।
সম্প্রতি পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশের হতাশা ভুলে শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় তুলে নিয়েছে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এ ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে রয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনকে। মিডল অর্ডারে ব্যাটিংয়ে থাকবেন তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও জাকের আলী।
বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :