ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

১০ দিনের মধ্যে আলোচনা করে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

কালের সমাজ জুলাই ২১, ২০২৫, ০২:৫৯ পিএম ১০ দিনের মধ্যে আলোচনা করে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, আজ থেকে আগামী ১০ দিনের মধ্যে সব সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।


সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৬তম দিনের আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। সেই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, যার জন্য লাখো মানুষ প্রাণ দিয়েছেন। তবে তা একদিনের যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল আমাদের এই রাষ্ট্র।


অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, গত ৫৩ বছর ধরেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে এসেছি। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে আমাদের চেষ্টার কমতি ছিল না। সেই সংগ্রাম এখনো চলছে। আমরা এক সময় ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি হয়েছিলাম। সেখান থেকে ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে, মতপার্থক্য ভুলে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছি।


সভায় তিনি রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান, রক্তপাত ও প্রাণহানির মূল্য ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এসব ইতিহাস পাশ কাটিয়ে সামনে এগোনো যাবে না। সে কারণে আগামী ১০ দিনের মধ্যে আমাদের ঐকমত্যে পৌঁছাতে হবে। বিশেষ ক্ষেত্রে হয়তো দিন দুয়েক বাড়ানো হতে পারে, তবে সময় হাতে খুবই কম।


বৈঠক শুরু হয় বেলা সাড়ে ১১টায়। আজকের আলোচনার মূল বিষয় ছিল— প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা সংক্রান্ত বিধান ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!