ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সেনাবাহিনী ও পৌরসভার যৌথ আয়োজনে ভৈরবে ফ্রি চিকিৎসা ক্যাম্প

কালের সমাজ | কুলিয়ারচর প্রতিনিধি জুলাই ১৭, ২০২৫, ০৬:৪৫ পিএম সেনাবাহিনী ও পৌরসভার যৌথ আয়োজনে ভৈরবে ফ্রি চিকিৎসা ক্যাম্প

কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও মহৎ উদ্যোগ—বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। বৃহস্পতিবার (১৭ জুলাই) পৌরসভা ও সেনাবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় ভৈরব পৌর মাতৃসদনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করেন ৬০০-এর অধিক নারী, পুরুষ ও শিশু।

 

চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। এতে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এবং ঘাটাইল সেনানিবাসের সামরিক হাসপাতালের চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী সেবা প্রদান করেন।

 

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি চক্ষু রোগীদের বিনামূল্যে পরামর্শ, চিকিৎসা এবং ৬০ জন রোগীকে চশমা প্রদান করা হয়।

 

চিকিৎসা ক্যাম্পটি পরিদর্শন করেন ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন।

 

ভৈরব সেনা ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “স্বাস্থ্যসেবায় পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনী সবসময়ই সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চলমান থাকবে।”

 

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে আস্থা ও ভালোবাসার জায়গা করে নিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শুধু জাতীয় নিরাপত্তা রক্ষায় নয়, বরং দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ নানা সামাজিক খাতে নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভৈরবে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্প তাদের মানবিক দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

 

কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!