খুলনার কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শরিফুল আলম, কয়রা থানার এসআই তারেক মাহমুদ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. মিজানুর রহমান, সাংবাদিক মো. গোলাম রব্বানী, গণঅধিকার পরিষদ কয়রার সভাপতি মো. ইয়াছিন আলী, জুলাই আন্দোলনের আহত ছাত্র আলতাপ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়রা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।
কালের সমাজ/ লি.মি./সাএ
আপনার মতামত লিখুন :