ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘নৌকা’ প্রতীক

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ১৬, ২০২৫, ০৩:৫৪ পিএম ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘নৌকা’ প্রতীক

বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে দলটির ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।


বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে আর ‘নৌকা’ প্রতীকটি নেই।


এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে।


এর আগে মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে লিখেন, ‘অভিশপ্ত নৌকা প্রতীক আবার কী যুক্তিসংগত কারণে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে?’


বর্তমানে ইসির তালিকাভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ রয়েছে। স্থগিত হওয়া আওয়ামী লীগের প্রতীকও এ তালিকায় ছিল। বাকি ১৯টি প্রতীক নির্ধারিত রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। তবে নতুন তালিকা চূড়ান্ত হলে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্থগিত থাকা দাঁড়িপাল্লা প্রতীকসহ মোট প্রতীকের সংখ্যা ১১৫-এ দাঁড়াতে পারে।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!