ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ডিমলায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত

কালের সমাজ | মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জুলাই ১৬, ২০২৫, ০৮:২৩ পিএম ডিমলায় লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত

নীলফামারীর ডিমলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়ের (ওএমএস) জন্য ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে লটারিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান বান্না, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ওয়াসিম ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহীন রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) নবাব, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী মশিউর রহমান, আবেদনকারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


লটারির মাধ্যমে তিনটি স্থানে ডিলার নির্বাচিত হন। এর মধ্যে শুটিবাড়ী মোড়ের জন্য ১০ জন আবেদনকারীর মধ্য থেকে মিজানুর রহমান সবুজ, বিজয় চত্ত্বরের ৩ জন আবেদনকারীর মধ্য থেকে তৈয়ব আলী এবং ইসলামিয়া কলেজ মোড়ের একমাত্র আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম নির্বাচিত হন।


উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, মোট ১৭টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩টি আবেদন বাতিল করা হয়। বৈধ ১৪ জন আবেদনকারীর মধ্য থেকে স্বচ্ছভাবে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩ জন ডিলার নির্বাচিত করা হয়।


উল্লেখ্য, নির্বাচিত ডিলাররা নির্ধারিত স্থানে সরকারের ওএমএস কার্যক্রমের আওতায় নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রি করবেন। এতে করে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।


কালের সমাজ//এসং.র.ন

Side banner
Link copied!