বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্যে বিএনপির বিরুদ্ধে একটি চক্রান্তকারী মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. এ. মতীন। তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করে এবং জনগণের আশা-আকাঙ্কাকে উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে একটি মহল।”
বুধবার (১৬ জুলাই) দুপুরে নওগাঁর মান্দা উপজেলা সদরের চারমাথা গোলচত্বরে বিএনপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বিক্ষোভ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতির’ প্রতিবাদে আয়োজিত হয়।
সমাবেশে এম. এ. মতীন বলেন, “পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে তারেক রহমানকে জড়িয়ে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে কয়েকজন ছাত্র নামধারী কুলাঙ্গার এই ঘৃণ্য কাজ করেছে। এটা কার ইন্ধনে হয়েছে, কারা করেছে — সব কিছুই আমরা জানি, সময়মতো তার জবাব দেওয়া হবে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা ও বিএনপির মনোবল ভাঙা যাবে না। খালেদা জিয়ার মনোবল ও শহীদ জিয়ার আদর্শ ধ্বংস করতে গত ১৭ বছর ধরে নানা ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু সফল হয়নি। শত নির্যাতন-নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছে।”
সমাবেশে মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল বারী টিপু বলেন, “প্রশাসনের নির্লিপ্ততায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কটূক্তি করা হচ্ছে। কিন্তু আমরা এখনও ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ষড়যন্ত্র অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে তার মোকাবিলা করা হবে।”
বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোকলেছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, এবং ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান প্রমুখ।
সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ//এসং.র.ন
আপনার মতামত লিখুন :