ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

বেলি আফরোজর নতুন গান ‘আমায় ঠকাইলে’

বিনোদন ডেস্ক জুলাই ৯, ২০২৫, ০৪:৫৭ পিএম বেলি আফরোজর নতুন গান ‘আমায় ঠকাইলে’

গায়িকা বেলি আফরোজ।  অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন । অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন । এবার ফোক গান নিয়ে হাজির হলেন তিনি । তাঁর এবারের গানের শিরোনাম ‘আমায় ঠকাইলে’। লিখেছেন এআর রাব্বি, সুর-সংগীত করেছেন ইফতেখারুল এহতেশাম লেলিন।

গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত। এতে বেলির সঙ্গে মডেল হয়েছেন সাজ্জাদ চৌধুরী ও ফারহানা জাহান।

‘আমায় ঠকাইলে’ এখন দেখা যাচ্ছে বেলি আফরোজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

নতুন গান নিয়ে বেলি আফরোজ বলেন, ‘ দেশের বাইরের কনসার্টে গেলে প্রবাসী ভাইরা ফোক গান করার কথা প্রায় সময় বলতেন ।  সেই ভাবনা থেকে এবার  নতুন এক ফোক গান করার চেষ্টা করলাম । সবসময় চেষ্টা করি ভালো বাংলা গান উপহার দিতে। এই গানটিও সে ভাবনা থেকেই করা। কথা, সুর, সংগীত-সবকিছুই ভালো লেগেছে। চেষ্টা করেছি নিজের সেরাটা দিতে।’

এর আগে কিংবদন্তি কণ্ঠশিল্পী কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার’ শিরোনামের একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছিলেন বেলি।

প্লেব্যাকের ব্যস্ততা নিয়ে বেলী বলেন , এখন পর্যন্ত আশিটির মতো ছবিতে গেয়েছি। শ্রোতারা গ্রহণ করেছেন বলে সুন্দরভাবে কাজগুলো করতে পেরেছি । আশা করি, নতুন গানটি সবার ভালোলাগবে।


উল্লেখ্য,  চট্রগ্রামের জনপ্রিয় এবং নারীদের একমাত্র ব্যান্ডদল  ‘ব্লু বার্ড’। সেখানে জুনিয়র সদস্য হিসেবে বেলি ড্রাম শেখার জন্য যোগ দেন । মূলত, ক্লাস থি্রতে থাকার সময় মূলত বেলি তাঁর মার ইচ্ছেতে গান শেখা শুরু করেন । এরপর ঢাকায় পাওয়ার ভয়েজে নাম লেখান ।

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!