ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

কয়রায় প্র্যাকটিক্যাল অ্যাকশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কালের সমাজ এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ২৭, ২০২৫, ০৬:৫৪ পিএম কয়রায় প্র্যাকটিক্যাল অ্যাকশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কয়রায় নবপল্লব প্রকল্পের উদ্যোগে প্র্যাকটিক্যাল অ্যাকশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান।

সভায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে অভিযোজন পরিকল্পনা ও ত্রৈমাসিক বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে জনগণের চাহিদা তুলে ধরা হয় এবং নবপল্লব প্রকল্পের কার্যক্রম বিস্তৃতকরণ ও বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সুন্দরবনের ঝুঁকি হ্রাসে প্র্যাকটিক্যাল অ্যাকশনের উদ্যোগকে সাধুবাদ জানান বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, আবু হুরায়রা খোকন, হরেন্দ্রনাথ মন্ডল, আবুল কালাম শেখ, নাজমুস সাদাত, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান কহিনুর, মুর্শিদা বেগম, সেলিনা আক্তারসহ আরও অনেকে। সভায় কয়রা সদর ইউনিয়ন কমিউনিটি প্র্যাকটিক্যাল অ্যাকশনের সুপারভাইজার তপু চক্রবর্তী এবং স্থানীয় প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান, কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ/ লি. মি./সাএ

Side banner
Link copied!