ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

রাউজানে দুই মাদক ব্যবসায়ী আটক, পুলিশে হস্তান্তর

কালের সমাজ | মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৫, ০৬:৫১ পিএম রাউজানে দুই মাদক ব্যবসায়ী আটক, পুলিশে হস্তান্তর

চট্টগ্রামের রাউজান উপজেলার নতুন বাজার এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। আটককৃতরা হলেন সাধন বড়ুয়ার ছেলে লিটন বড়ুয়া (৪৫) ও প্রমোতোষ বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী তাদের আটক করে। পরে বড় ঠাকুরপাড়া ৮নং ওয়ার্ডে নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ দীপ্তেশ বড়ুয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ৭ বোতল মদ উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে তাদের ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় যুবদল নেতা নাজিম উদ্দীন বলেন, “আমরা এলাকায় মাদক ও মদ ব্যবসার বিরুদ্ধে সক্রিয়। স্থানীয়দের সহযোগিতায় অপরাধীদের আটক করতে পারা আমাদের জন্য স্বস্তির বিষয়। প্রশাসনের কাছে দাবি, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়াতে না পারে।”

এই ঘটনায় রাউজান এলাকায় প্রশাসন ও স্থানীয় জনগণের যৌথ পদক্ষেপে মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!