ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরা সীমান্তে পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৫, ০৫:৩২ পিএম সাতক্ষীরা সীমান্তে পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাঁচ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৫ আগস্ট) বিকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে ওই পাঁচজনকে হস্তান্তর করে। রাতের দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সীমান্তে হস্তান্তর হওয়া ব্যক্তিরা হলেন:

  • শ্যামনগর উপজেলার পশ্চিম বিড়ালক্ষ্মী গ্রামের মনিরা পারভীন (৪৭)

  • হরিনগর গ্রামের রফিকুল ইসলাম (৪৮)

  • কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের শহিদ আলী (৫৭)

  • বেনাদনা গ্রামের রবিউল ইসলাম (৩৫)

  • গড়ুইমহল গ্রামের মাসুম বিল্লাহ (৩০)

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পরিচয় যাচাই-বাছাই শেষে পাঁচজনকে রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভারত থেকে ফিরে আসা মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে তারা বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘদিন বসবাস করছিলেন। সম্প্রতি সেখানকার পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তারা ২৪ আগস্ট রাতে পশ্চিমবঙ্গের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

এই হস্তান্তর প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন হওয়ায় সীমান্তে শান্তিপূর্ণ কার্যক্রম বজায় রাখার উদাহরণ স্থাপন করা হলো।

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!