ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

কালের সমাজ | বিপুল চন্দ, ফরিদপুর প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৫, ০৬:০৭ পিএম ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার দায়ে আশরাফুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেছেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড কার্যকর হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আশরাফুল মোল্যা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিল সরাইল গ্রামের রাশেদ মোল্যার ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, আশরাফুল মোল্যা ২০১৮ সালের ১৭ আগস্ট দাহমাশী জুট মিলস লিমিটেডের শ্রমিক কোয়ার্টারে স্ত্রীর নিজ কক্ষে শ্বাসরোধ করে হত্যা করেন। পুলিশ মৃতদেহ গলায় ব্যবহৃত ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর নিহতের ভাই মধুখালী থানায় আশরাফুলসহ দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, “আশরাফুল মোল্যা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন, এবং রাষ্ট্রপক্ষ এটি আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমরা রায়ে সন্তুষ্ট।”

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!