রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এতে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তিন দফা দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয় গতকাল সোমবার। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—
১. বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
২. প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা।
৩. পেশাজীবীদের ওপর যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ।
হঠাৎ অবরোধে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস শেষে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েন।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :