নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলার ঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। গত রোববার জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে কনস্যুলেট জেনারেলের আয়োজিত অনুষ্ঠানে এই হামলা ঘটে। এ সময় দুষ্কৃতকারীরা কনস্যুলেটের প্রবেশপথ ভাঙচুর করে এবং উপস্থিত অতিথিদের হুমকি প্রদান করে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কনস্যুলেটের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কনস্যুলেট ইতোমধ্যেই স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে পত্র প্রেরণ করেছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীসহ কমিউনিটির দেড় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ যথাযথ সংখ্যক পুলিশ মোতায়েন করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিকেল ৫টার দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন, সরকারবিরোধী স্লোগান দেন, অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন। এক পর্যায়ে কনস্যুলেটের পাশের অফিসের কাচের দরজায় আঘাত করে ফাটল সৃষ্টি হয়। পুলিশ দুষ্কৃতকারীদের আটক করে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ভিডিও ও ছবি হস্তগত করে।
কনস্যুলেট জানায়, প্রধান অতিথি অনুষ্ঠানে নিরাপদভাবে প্রবেশ ও প্রস্থান করেছেন। দুষ্কৃতকারীদের কোনও ধরনের উদ্দেশ্য সফল হয়নি। কনস্যুলেট সকল প্রকার অপপ্রচার ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :