ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

মাদারীপুরে বসতবাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলা

কালের সমাজ | আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি আগস্ট ২৬, ২০২৫, ০৪:৪০ পিএম মাদারীপুরে বসতবাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলা

মাদারীপুরে রাতের আঁধারে এক বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এইচ এম আতিকুর রহমান বাবু‍‍`র বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী পরিবার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত একযোগে বাড়িতে হামলা চালায়। তারা থাই গ্লাস, দেয়াল ও তালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করে এবং লুটপাটেরও চেষ্টা চালায়। হামলার সময় বাড়িতে কেউ পুরুষ সদস্য না থাকায় বাবুর মা, স্ত্রী রুনিয়া আক্তার ও দুই সন্তান আতঙ্কের মধ্যে পড়ে।

রুনিয়া আক্তার জানান, “প্রতিদিনের মতো রাতে আমরা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ প্রায় ৩০–৪০ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে আমাদের বাড়ির থাই গ্লাস, দেয়াল ও তালা ভেঙে লুটপাটের চেষ্টা করে। আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।”

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

কালের সসমাজ//র.ন

Side banner
Link copied!