বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান লিখিতভাবে শোকজ নোটিশের জবাব দিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নোটিশের জবাব জমা দেন।
জানা গেছে, ফজলুর রহমানকে জুলাই-আগস্ট মাসের গণ-অভ্যুত্থান সংক্রান্ত ‘বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য’ করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। দলের কেন্দ্রীয় দপ্তরের বরাত দিয়ে তাঁর স্ত্রী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা বলেন, জবাবে ফজলুর রহমান চার পৃষ্ঠার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।
নোটিশের প্রাপক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দল জানিয়েছে, জবাব জমা দেওয়ার জন্য মূলত ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল, তবে ফজলুর রহমানের অনুরোধে সময় আরও ২৪ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছিল, যা আজ রাত ৯টায় শেষ হয়।
দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, জবাবটি যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কালের সসমাজ//র.ন
আপনার মতামত লিখুন :