জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ রোববার(২৪ আগস্ট) সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের কার্যক্রম চলবে।
গত ২০ আগস্ট ষষ্ঠ দিনের শুনানিতে চারজন সাক্ষী জবানবন্দি দেন— তাদের মধ্যে দুজন চিকিৎসক, একজন নার্স ও একজন শহীদের স্বজন ছিলেন। এর আগে পঞ্চম দিনে শহীদ আস-সাবুরের বাবা, শহীদ ইমাম হাসান তাইমের ভাই এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী এক সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। ওই সময় আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের জেরা করেন।
মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তবে তিনি এখনও আসামির তালিকায় রয়েছেন।
এই মামলায় বিভিন্ন সময় শহীদদের পরিবার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক ও আহত-অঙ্গহানি হওয়া আন্দোলনকারীরা আদালতে সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
এর আগে, ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয়। প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে হত্যাযজ্ঞ, নির্যাতন ও গণঅত্যাচারের মতো মানবতাবিরোধী অপরাধ।
অভিযোগপত্রটি মোট ৮,৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, জব্দকৃত প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২,৭২৪ পৃষ্ঠায় বিস্তৃত। মামলায় সাক্ষী হিসেবে রাখা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে তদন্ত সংস্থার পক্ষ থেকে চিফ প্রসিকিউটরের কাছে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হয়।
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :